১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়। বাংলাদেশ অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয় ১৯৭৩ সালে। অধ্যাপক ইউসুফ আলী সভাপতি ও এম. এ হামজাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রথম কমিটি গঠন করা হয়েছিল ১৯৭৪ সালে। ওই বছর থেকেই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে। জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে কাবাডি স্টেডিয়ামের অফিস কক্ষ থেকে বর্তমানে বাংলাদেশ কাবাডির কর্মকান্ড পরিচালিত হচ্ছে।